বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

সিমেন্ট কি ?

সিমেন্ট কি ?

সিমেন্ট হল সেই সকল গুড়া জাতীয় পদার্থের সাধারণ নামযাদেরকে পানি বা অন্য কোন তরলের সাথে মিশ্রিত করলে কাদার মত নমনীয় পদার্থ পাওয়া যায় এবং তা কিছু সময়ের মধ্যে জমে গিয়ে বিভিন্ন দৃঢ়তার শক্ত পদার্থ গঠন করে সিমেন্ট বাড়ী-ঘররাস্তাসেতু ইত্যাদি যাবতীয় নির্মান কাজের প্রধান উপাদান

এটি এমন একটি পদার্থ যা ভেজ অবস্থা থেকে শুকানোর ( সেট হওয়ার) সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে শক্ত হয়ে জমাট বাঁধেএবং জমাট বাধার সময় একসাথে অন্যান্য উপকরণ (যেমন ইটকাঠলোহা ) নিয়েও সে জমাট বাধতে পারে 

সিমেন্ট হল একপ্রকার শুকনো গুড়া জাতীয় পদার্থ ব্যাবহারের সময় যা পানি বা অন্য কোন তরলের সাথে মিশ্রিত করলে কাদার মত নমনীয় পদার্থ পরিণত হয় যা দুটি উপকরণের মধ্যে আঠার মত ব্যাবহার করা যায় এই কাদা বা আঠা কিছু সময়ের মধ্যে জমে যায় এবং উপকরন গুলোকেও পরস্পরের সাথে শক্ত ভাবে বন্ধনের সৃষ্টি করে

সিমেন্ট শব্দটির উৎপত্তি হয়েছে “রোমানস্” থেকেতৎকালিন রোমানরা পোড়া চুন  গুঁড়ো শিলা দিয়ে দেয়াল তৈরি করত যা প্রায় আধুনিক কংক্রিট মত এবং এটিকে তার বলত caementicium  ​​রোমানস্-রা,আগ্নেয় ছাই  পোড়া চুন পানির সাথে মিশিয়ে তা দিয়ে ইট, পাথরস্লেট জোড়া দিয়ে দেয়াল তৈরি করত যাকে  ascementum, cimentum, cäment এবং সিমেন্ট হিসাবে উল্লেখ করা হয়।




প্রকার :-

নির্মাণ কাজে  ব্যবহৃত সিমেন্টকে মুলত দুই ভাগে ভাগ করা যায় () -জলবাহী (Non-hydraulic) () জলবাহী (Hydraulic) 

-জলবাহী  (Non-hydraulic) সিমেন্ট বাতাসে স্বাভাবিকভাবেই উপস্থিত কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে শক্ত হয়, যেমন স্লেকড লাইম (পানির সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মশ্রণ )

জলবাহী (Hydraulic) - হাইড্রোলিক সিমেন্ট, কংক্রিট এবং গাঁথনি কাঠামোর মধ্যে ফাক বন্ধ করে জলরোধক হিসাবে কাজ করে এটা জলের সঙ্গে মিশ্রনে পর অত্যন্ত দ্রুত জমাট (সেট) বাঁধে শক্ত হয় হাইড্রোলিক সিমেন্ট নির্মাণ শিল্প ব্যাপক ভাবে ব্যাবহারিত হয় ক্ষতিগ্রস্ত কাঠামো বা পানিতে নিচের কাঠামো নির্মান মেরামতে এই সিমেন্ট ব্যাপকভাবে ব্যাবহারিত হয়

হাইড্রোলিক সিমেন্ট তৈরি করতে সিমেন্টে  অতিরিক্ত কিছু  activated aluminium silicates  জাতীয় পদার্থ ব্যাবহার করা হয়, যা ,Pozzolanas হিসাবে কাজ করে ( যেমন fly ash), এটি সিমেন্টকে পানির নীচে অথবা স্যাতস্যাতে আবহাওয়ায় জমাট বাধতে সাহায্য করে (যেমন, Portland Cement)

হাইড্রোলিক সিমেন্টে যে রাসায়নিক বিক্রিয়া হয় তা প্রাচীন রোমানেরা বুঝতে পেরেছিল তারা আগ্নেয় ছাই (activated aluminium silicates) ব্যবহার  করত রোমানেরাই প্রথম বুঝতে পারে শুকনো নির্জল সিমেন্ট গুঁড়ার সাথে পানি মিশিয়ে প্লাস্টার করলেপ্লাসটার শুকানোর সময় বাতাসের সাথে বিক্রিয়া করে অনেক শক্ত হয়

বর্তমানে বিদ্যুৎ কেন্দ্র থেকে  বা অন্যান্য বর্জ্য থেকে দূষণ মুক্ত ছাই  বিভিন্ন সস্তা উপকরণ সিমেন্ট উত্পাদনে Pozzolanas হিসেবে ব্যবহার করা হয়  পোর্টল্যান্ড সিমেন্টের সাথে ৪০ % পর্যন্ত Pozzolanas মিশ্রণ করা যায় 

সিমেন্ট পানির নিচে আথবা আর্দ্র আবহাওয়ায় উন্মুক্ত থাকলে শক্ত হয়, সিমেন্টের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া হয় তার ফলাফল ভাল হবে অর্থাৎ সিমেন্ট বেশ শক্ত  টেকসই হয় তখনই যখন পানি পরিমাণ মত ব্যাবহার হয়

এককথায় সিমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটি মরটার (Mortar) তৈরি করে যা মেসনরি ( Masonry)  কংক্রিটের (Concrete) মূল উপাদান, মেসনরি ( Masonry)  কংক্রিটের (Concret) সাথে  সিমেন্টের সঠিক সংমিশ্রণ  দিয়ে তৈরি বিভিন্ন অবকাঠামো সমষ্টিগত ভাবেই একটি শক্তিশালী বিল্ডিং তৈরি করে
------------------------------------------------------------------------------------------------------------


মরটার (Mortar) হচ্ছে নির্মাণ কাজে ব্যবহৃত সিমেন্টের এমন একটি কার্যকর পেস্ট যা নির্মাণ ব্লককে (ইট) পরস্পরের সাথে জোড়া লাগায় এবং তাদের মধ্যেকার ফাঁক পূরণ করে


মেসনরি ( Masonry) বলতে এক কথায় রাজমিস্ত্রিরা সাধারণত যে কাজগুল করে সেসব বুঝায়  মেসনরি  হচ্ছে  ইট, পাথর, মার্বেল পাথর, গ্রানাইট, চুনাপাথ্কংক্রিট ব্লক অন্যান্য নির্মাণ সামগ্রীর সাথে মরটার দিয়ে তৈরি বিভিন্ন অবকাঠামো 

পোজলানা (Pozzolana) বলতে বুঝায় বিভিন্ন উপকরণ (যেমন,আগ্নেয় ছাই) যা  সিমেন্ট মধ্যে মিশ্রণ হিসাবে ব্যবহৃত হয় এটি সিমেন্টে এমন কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটায় যা ভাঙ্গন বা ফাটল প্রতিরোধে বিশেষ শক্তি যোগায়
---------------------------------------------------------------------------------