সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

ব্লেইন, ফাইননেস কি?

ব্লেইন বা ফাইননেস বলতে কি বুঝায় তা বুঝতে হলে আমাদের সারফেস এরিয়া বা পৃষ্ঠতল অঞ্চল বলতে কি বুঝায় তা বুঝতে হবে।

Surface area সারফেস অঞ্চল বা পৃষ্ঠতল অঞ্চলঃ ত্রিমাত্রিক বস্তুর পৃষ্ঠের মোট ক্ষেত্রফলকে সারফেস এরিয়া বলে।
যেমন, একটি ঘনবস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফলটি হলো বস্তুটির ৬টি পৃষ্ঠের ক্ষত্রফলের সমষ্টি ।একটি ঘনক্ষেত্রের  ছয়টি পৃষ্ঠ/তল থাকে, তাই বর্গাকৃতির ঘনবস্তুর (কিউব) ক্ষেত্রফলটি পেতে হলে কেবল কিউবের এক পাশের পৃষ্ঠের ক্ষেত্রফলটি  বের করতে হবে এবং তারপরে এটি ছয় দ্বারা গুণ করতে হবে।
আপনি যদি ঘনক্ষেত্রের সারফেসে এরিয়া নির্নয় করতে চান তবে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন।



ব্লেইন মানে সূক্ষ্মতা বা ইংরেজিতে ফাইননেস সাধারণত গুঁড়া উপাদানের সূক্ষ্মতা বুঝাতে Blaine বা Fineness শব্দটি ব্যাবহার করা হয় । যেমন সিমেন্ট,  ব্লেইন নিরুপন যন্ত্রপাতি দ্বারা সিমেন্টের ফাইননেস নির্নয় করা হয় যা সাধারণত পৃষ্ঠতলের ক্ষেত্রফল হিসাবে বুঝানো হয় এবং এর একক, প্রতি গ্রাম/ প্রতি বর্গ সেন্টিমিটার  ।

সিমেন্টের Fineness বা  সূক্ষ্মতা সিমেন্টের কণার আকারের একটি পরিমাপ যা নির্দিষ্ট সিমেন্টের পৃষ্ঠের ক্ষেত্রের  দিয়ে প্রকাশ করা হয়। বেয়ে কয়েকটি পদ্ধতিতে  কণা আকার নির্নয় করা যেতে পারে, যেমন ‘চালনী পদ্ধতি’ (sieve analysis), বা বায়ু প্রবাহযোগ্যতা পদ্ধতি (air permeability method)   বা অবক্ষেপ পদ্ধতি (sedimentation method) ব্যবহার করে।
চালনী পদ্ধতি সিমেন্ট কণার আকার পরিমাপ করে কিন্তু বায়ু প্রবাহযোগ্যতা পদ্ধতি এবং অবক্ষেপণ পদ্ধতি নির্দিষ্ট পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ করে যেহেতু সিমেন্টের কণাগুলি খুব সূক্ষ্ম (90 মাইক্রনের চেয়ে কম), তাই চালুনি পদ্ধতি সিমেন্টের জন্য উপযুক্ত নয়। এই অসুবিধার কারণে সিমেন্টের সূক্ষ্মতা বায়ু প্রবাহযোগ্যতা পদ্ধতি দিয়ে সবসময়  পরিমাপ করা হয় এবং যা সারফেস এরিয়া দিয়ে প্রকাশ করা হয়।
নির্দিষ্ট পরিমাপের(ওজনের) সিমেন্টের সারফেস এরিয়া, যদি সুক্ষতা বেশী হয় তবে তা কম সুক্ষতা সম্পন্ন সিমেন্ট থেকে তুলনামূলক ভাবে বেশী হবে।
ক্লিংকার সুক্ষ ভাবে গুড়ো কর হলো সিমেন্ট তৈরি চূড়ান্ত প্রক্রিয়া বা শেষ ধাপ। এই গুঁড়োর সূক্ষ্মতা সিমেন্টের একটি গুরুত্বপূর্ণ ও প্রধান বৈশিষ্ট । সূক্ষ্মভাবে গ্রাইন্ড করা সিমেন্টের সারফেস এরিয়া বেশী হবে।  সুনির্দিষ্ট পৃষ্ঠের উচ্চতর হয়। সিমেন্টের ব্লেইন বলতে তার কণাগুলির সূক্ষ্মতা বোঝায় যা  (এম2/ কেজি) হিসাবে প্রকাশিত হয়

এক কথায় যদি কোনো সিমেন্টের ব্লেইন যদি ৪০০০ সেমি২/গ্রাম হয় তাহলে বুঝতে হবে একগ্রাম সিমেন্ট দিয়ে যদি কোনো বর্গাকার ঘন বস্তু তৈরি করা হয় তবে তার সারফেস এরিয়া হবে ৪০০০।