মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪

জমাট বাধা (Curing,সেট)


Curing এর কোন যুতসই বাংলা শব্দ নেই, সাধারণত সিমেন্ট জমাট বেধে শক্ত হওয়কে বা শক্তি অর্জনের প্রক্রিয়াকে Curing বলে । আর Curing হতে  যে সময় নেয় তাকেই  টাইম বলে। সিমেন্ট Curing /সেট হয় পানির সঙ্গে মেশানোর পর, তখন একটি জটিল জলীয়  রাসায়নিক বিক্রিয় সংগঠিত হয়। তখন সিমেন্টের উপাদান গুলো পানির সাথে বিক্রিয়ার শেষে ধীরে ধীরে পানি ছেঁড়ে দিয়ে শক্ত অনুতে (crystals /স্ফটিকে) পরিণত হয়, এই অনু গুলো পরস্পরের সাথে এক থরনের বন্ধন সৃষ্টি করে যার বহিঃপ্রকাশ হল শক্ত সিমেন্ট বা অন্য কথায় এটা হল সিমেন্টের শক্তির বহিঃপ্রকাশ।  সিমেন্টে আম্ন কিছু উপাদান ব্যাবহার করা হয় যা আদ্রতা ধরে রাখে, আদ্রতা ধরে রাখার ফলে সে ধীরে ধীরে পানি জমাট বাধে ও ও তার চুড়ান্ত শক্তি (final strength) অর্জন করে। এমন একটি উপাদান হল জিপ্সাম যা পোর্টল্যান্ড সিমেন্টে সবসময় ব্যবহার হয়, এটি "মিথ্যা সেট"("flash setting")  ও দ্রুত জমাট বাধা রোধ করে। সিমেন্ট ধীরে ধীরে জমাট বাধার ফলে মুলত যে উপকারটি হয় তা হল সিমেন্ট নিয়ে কাজের জন্য দীর্ঘ সময় পাওয়া যায়। সিমেন্ট কতটা সময় পরে জমাট বাঁধবে তা নির্ভর করে সিমেন্টে মিশ্রিত কাচামাল , তাদের অনুপাত ও পরিবেশগত অবস্থার উপর। সিমেন্ট সাধারণত ২০ মিনিট পর থেকেই জমাট বাধতে শুরু করে  (initial সেট) এবাং মুটামুটি ২:৩০ঘণ্টার মধ্য সে একটা শক্ত রুপ নেয় (Final সেট) কিন্তু পরিপূর্ণ ভাবে শক্ত হতে তার ১ মাসের মত সময়ও লাগতে পারে। তবে ১ সাপ্তার মধ্যেই সিমেন্ট কাজ চালানোর মত শক্তি অর্জন করে ফেলে।    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন