বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪

স্ট্যাটিক বা কঙ্কর (Static or grit) বিভাজক




ভূমিকা:

আমরা আগেই আলচনা করেছি সেপারটর/বিভাজক প্রধানত দুই ধরনের ১) স্ট্যাটিক বিভাজক এবং ২)গতিশীল বিভাজক। স্ট্যাটিক বিভাজকে তিন ভাগে বিভক্ত করা হয়:

- সাইক্লোন (Cyclones)
- স্ট্যাটিক বা কঙ্কর (Static or grit) বিভাজক
- ভী (V) বিভাজক

এখানে আমরা বা কঙ্কর (Static or grit) বিভাজক নিয়ে আলোচনা করব।

স্ট্যাটিক বিভাজক/সেপারেটর অনেকটা সাক্লোন সেপারেটরের  মতএকটি সহজ যান্ত্রিক ডিভাইস  যা সাধারণত গ্রাইন্ডিং মিলে ব্যবহার হয় 

বায়ু প্রবাহ থেকে অপেক্ষাকৃত বড় কণা সংগ্রহ -

তারা আছে এবং তারা কাজ, যেহেতু স্ট্যাটিক বিভাজকে কোন চলন্ত অংশ নেই তাই এটি চালানো অপেক্ষাকৃত সহজ, এবং তুলনা মূলক দামে সস্তা
স্ট্যাটিক বিভাজক (অথবা গ্রিট বিভাজক), বিশেষ সাধারণত ক্লিংকার মিলে ব্যবহার করা হয়
স্ট্যাটিক বিভাজক উপকারিতা


  • কম মূলধন  
  • উচ্চ তাপমাত্রা চাপ কাজ করার ক্ষমতা
  •  যেহেতু কোন চলন্ত অংশ নেই সেহেতু খুব কম রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয় 

অপারেশন মুলনীতি:

  • উপাদান গুলো বিভাজক নীচ দিয়ে  বায়ু প্রবাহের সঙ্গে প্রবেশ করে 
  • বিভাজকের উপরের দিকে যে ব্লেড থাকে তার কারনে বিভাজকের উপরের অংশে একটি ঘূর্ণি তৈরি হয় *কেন্দ্রাতিগ বলের (centrifugal force) করনে, মোটা উপাদান দেয়ালের দিকে যায়, এবং দেয়ালে গড়িয়ে একটি পাইপের/নলের মাধ্যমে নীচে নামে এবং বিভাজকের বাইরে যায় সূক্ষ্ম উপাদান গুলো উপরের বহিঃগমন নলের  মাধ্যমে বাইরে যায়  ব্লেডের অবস্থান পরিবর্তন করে পণ্যের ফাইন্যেস নিয়ন্ত্রন করা হয় যখন ব্লেড সর্বোচ্চ খোলা ৯০° ( radial position) থাকে তখন বহিঃগমন নলে যে মাল বের হবে তাতে মোটা দানার পরিমাণ বেড়ে যাবে ব্লেড যত বন্ধ হবে (tangential position) সূক্ষ্ম উপাদান বেড়ে  যাবে, কারন ব্লেড যত বন্ধ হবে বিভাজকের উপরের অংশে বায়ু প্রবাহ বেড়ে ঘূর্ণির গতিকে বাড়িয়ে দেবে
  • ব্লেডযদি৬০-৭০° - বেশী খোলা হয়, তখন ব্লেডের সাথে ঘর্ষণের ফলে কণাগুলোর বেগ কমে যায়, ফলে মোটা দানা আবার বেড়ে যাবে এবং সূক্ষ্মকণা আবার কমে যাবে। 

অপারেটিং বৈশিষ্ট্য:

  • প্রথম স্তর থেকে বাতাস যখন দ্বিতীয় স্তরে প্রবেশ করে তখন বায়ুর চাপের পতন ঘটে এই পতনের পরিমাণ ব্লেডের খোলা বন্ধের পরিমানের উপর নির্ভর করে সাধারণত এখানে বায়ুর চাপ ১৫০মিঃমিঃ থাকলে একটি ভাল ফল পাওয়া যায় 
  •  বহিঃগমন নল যদি ছোট হয় তাহলে মোটা দানার( Coarser) পরিমাণ বেড়ে যাবে  
  • বহিঃগমন নল যদি বড় হয় তাহলে সূক্ষ্ম দানার (Fine) পরিমাণ বেড়ে যাবে 
  • যে কারনে বহিঃগমন নলের দৈর্ঘ সঠিক ভাবে নিরুপন সমন্বয় করতে হয়   
  • ব্লেড যত কম খোলা থাকবে বায়ুর চাপের পতনের পরিমাণ ততই বেড়ে যাবে বায়ুর চাপের পতনের পরিমাণ যত বাড়বে বহিঃগমন নল দিয়ে ততই সূক্ষ্ম দানা বের হয়ে আসবে

ব্যাস গণনা:

বিভাজক ব্যাস নিম্নলিখিত সূত্র দিয়ে নির্ধারিত করা যায়:

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন