রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

নমুনা সংগ্রহ বা সেম্পল কালেকশন পয়েন্ট

একটা সিমেন্ট মিলের উৎপাদন প্রক্রিয়া এবং উৎপাদিত পণ্যের মান সঠিক আছে কি না ,  তা জানার জন্য বিভিন্ন সময়ে, মিলের বিভিন্ন অংশ থেকে সেম্পল বা নমুনা সংগ্রহ করতে হয়। বিশেষ করে   উৎপাদন প্রক্রিয়া চলার সময় সার্কিটের বিভিন্ন অংশ থেকে সেম্পল  সংগ্রহ একটি নিয়মিত ও আবশ্যক কাজ। নিচে নমুনা সংগ্রহের জায়গাগুলো নিয়ে সামান্য আলোচনা কর।

         

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন