বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

Crush Stop. Inspection, হটাৎ বন্ধ করে নমুনা সংগ্রহ।


 ১) প্রথমে চেম্বারের ইনলেট থেকে চেম্বারের শেষ পর্যন্ত মাঝ বরাবর একটি সরল রেখা টানবো।
চেম্বারের ইনলেট থেকে ০.৫ মিটার বাদ দিয়ে ১টি এবং তার দুই পাশ থেকে ২টি অর্থাৎ  মিলের প্রস্থে তিনটি পয়েন্টে করে মোট তিনটি নমুনা নিতে হবে।এখনে খেয়াল রাখতে হবে পাশের নমুনার স্থান লাইনার থেকে ০.৫ মিটার দূরে থাকতে হবে।

২) পরবর্তী নমুনা গুলো প্রথম স্থান থেকে ১ মিটার পরপর থেকে নিতে হবে।

৩) নমুনা ২০ সেমি খনন নিচ থেকে নিতে হবে।অর্থাৎ নমুনা সংগ্রহের স্থানে ২০ সেমি গর্ত করে সেখান থেকে নমুনা সংগ্রহ করতে হবে।

৪) নমুনা থেকে চালুনি দিয়ে কাচামাল ছাড়া অন্যান উপাদান (যথা বল, লোহা ইত্যাদি)পৃথক করতে হবে।

৫) নমুনা, ওজন ও ফলাফল গ্রাফ আকারে সংরক্ষন করা ভালো।




1- গড় অভ্যন্তরীণ পরিধি , ব্যাস  পরিমাপ করে রাখতে হবে। 

2-প্রতিটি গ্রাইন্ড চেম্বারের অক্ষ বরাবর তিনটি পৃথক পয়েন্টে উচ্চতা পরিমাপ করতে হবে।

মিল ফিড প্রায় ১০ মিনিট বন্ধ রেখে তারপর মিল বন্ধ করলে অর্থাৎ মিল খালি করে শূন্য স্থানের (Empty hight) মাপ নিলে নিখুত হিসাব রাখা যায়।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন