শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

মিল এর অভ্যন্তরীণ গঠন।




মিল এর অভ্যন্তরীণ গঠন

সূচনা :

একটি বল মিলের অভ্যন্তরীণ গঠনকে মুটামুটি ৪টি ভাগ করা যায়  
:
·         হেড লাইনার (Head liners )
·         শেল লিনিংস (Shell linings)
·         ডায়াফ্র্যাম (Diaphragms)
·         গ্রাইন্ডিং মিডিয়া  ( Grinding media) 

যে সকল প্রথান কারনে মিলের অভ্যন্তরীণ ডিজাই এই রুপে করা হয় তা নিমরুপ 
:
·         বল মিলের  শেল রক্ষা করার জন্য
·         বল মিলের জীবন দীর্ঘ করে
·         উৎপাদন খরচ (অপারেটিং খরচ) কমানোর জন্য
·         মিলের বিদ্যুৎ খরচ কমানোর জন্যে
·         উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য
মিলের অভ্যন্তরে স্কেচ :


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন