সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

সিমেন্ট মিলের / বল মিলে বল চার্জ পদ্ধতি


সিমেন্ট গ্রাইন্ডিং মিলের (বল মিলে)বল চার্জ পদ্ধতি :


একটি সিমেন্ট প্ল্যান্টে মোট বিদ্যুৎ খরচের প্রায় ৪০% বিদ্যুৎ বিল আসে গ্রাইন্ডিংমিল বা বল মিল থেকে একটি সিমেন্ট মিলের খরচ নিয়ন্ত্রণ এবং সঠিক অপারেশন জন্য অর্থাৎ মান সম্মত সিমেন্ট তৈরিতে, গ্রাইন্ডিং মিডিয়া আকার এবং আকারের পরিসীমা অর্থাৎ বিভিন্ন প্রকার বলের সঠিক অনুপাত একটি অত্যাবশ্যক এবং প্রধান ভূমিকা পালন করে। গ্রাইন্ডিং মিডিয়ায় বা বল তখনই বেশী কার্যক্ষম থাকবে যতক্ষন পর্যন্ত বলগুলো পরিস্কার থাকবে।তাই বলের উপর যাতে কোনরকম আবরন বা কনোকিছুর প্রলেপ যাতে তৈরি না হয় তার দিকে লক্ষ রাখতে হবে।উপর যেকোন ধরণের আবরনে বলের কার্যক্ষমতা তথা সিমেন্ট মিলের কার্যক্ষমতা হ্রাস পাবে, যথা উৎপাদন ক্ষমতা কমে যাওয়া , উচ্চ মাত্রায় বিদ্যুতের ব্যাবহার  গ্রাইন্ডিং মিডিয়া আবরন মুক্ত রাখার জন্য যথাযথ গ্রাইন্ডিং এডস(উপকরন) ব্যবহার করা প্রয়োজন এবং উপকরনগুলো অবশ্যই পানি মুক্ত থাকতে হবে

এখানে সিমেন্ট মিলে সঠিক পরিমানে বল চার্জের একটি পদ্ধতি বর্ননা করা হল

ধাপ :-প্রথমে নীচের চিত্রের মত করে সিমেন্ট বল মিলের একটি চিত্র অংকন করুন,
ভরাটের স্তর (Filling  Level)

সংগা অনুযায়ি, ভরাটের স্তরের অনুপাত হচ্ছে : বলের ঘনত্ত/মিলের ঘনত্ত
মিলের আকারকে একটি যথার্থ নলাকৃতি হিসাবে ধারনা করলে ,  ভরাটের স্তরের অনুপাত হচ্ছে Sb/St


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন