সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

বল চার্জ গণনা পদ্ধতি


মিডিয়া (বল) চার্জ গণনা  পদ্ধতি

ব্যাচ মিলের জন্য মিডিয়া চার্জ গণনা করতে।  M = 0.000929 x D2 x L
{ ব্যাচ মিল - একটি পিষন যন্ত্র (গ্রাইন্ডিং মিল) যা  সাধারণত নলাকার, যা মধ্যে আয়রন  বা সিরামিকের বল থাকেকাচামাল মিলের ভিতর রাখার পর একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট গতিতে ঘুরার পর মিলের ভিতরের সব উপাদান (কাচামাল ও বল) এক সাথে বের করে আলাদা করা হয় এই মিলে কোন ভাগ নেই (চেম্বার নেই)}


এখানে :-
M = গ্রাইন্ডিং মিডিয়ার পরিমান (কে জি)
D = মিলের অভ্যন্তরীণ ব্যাস (ডায়া)( লাইনার থেকে লাইনার)  
L =  মিলের অভ্যন্তরীণ দৈর্ঘ্য। ( লাইনার থেকে লাইনার)

উদাহরণ –একটি ব্যাচ টাইপ বল্ মিল যার দৈর্ঘ ১৮০ সেমি  এবং ডায়া (ব্যাস) ১৮০ সেন্টিমিটার  আর এর লাইনার ৫০ মিমি পুরুএই ল মিলের জন্য গ্রাইন্ডিং মিডিয়া লাগবে  ,

ব্যবহার করা সূত্র হল  M = ০.০০০৯২৯ x D2 x L
D = ১৮০ - ১০ = ১৭০ cm
L = ১৮০ - ১০ = ১৭০ cm

মিডিয়া পরিমাণ  ০.০০০৯২৯ x (১৭০)2 x ১৭০
= ৪৫৬৪ কেজি


ক্রমাগত টাইপ বল মিলের জন্য পিণ্ডী মিডিয়া চার্জ গণনা করতে,  M = .০০০৬৭৬ x  D2 x L
{ক্রমাগত টাইপ (কন্টিনিওয়াস টাইপ)মিল -এই পিষন যন্ত্রে উৎপাদন ক্রমশ চালু থাকেসাধারণত নলাকার, যা মধ্যে আয়রন  বা সিরামিকের বল থাকেকাচামাল মিলের এক দিক দিয়ে ভিতরে প্রবেশ করে এবং আরেকদিক কিয়ে প্রক্রিয়াযাত হয়ে বের হয় একটি অনির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট গতিতে ঘুরাতে থাকে }

উদাহরণ ঃ ধরা যাক একটা বলমিলের এফেক্টিভ (লাইনিং ব্যাতিত) ব্যাস ও দৈর্ঘ নিম্নরুপ। তাহলে আমাদের কি পরিমান বল লাগতে পারে আমরা হিসব করবো ।

                                 ব্যাস (সি এম)                       দৈর্ঘ                 
১ম চেম্বার                          ৪৮৮                              ৫২৮                           
২য় চেম্বার                          ৪৮৮                             ৯৫৮                          

১ম চেম্বারে বল লাগবে    

M = 0.000৬৭৬ x  D2 x L
M = 0.000৬৭৬ x  (৪৮৮)২ x ৫২৮
  = 0.000৬৭৬ x ৪৮৮x ৪৮৮x ৫২৮
  = ৮৬২৪৭ কে জি
  ৮৬.২৫ টন


১ম চেম্বারে বল লাগবে    

M = 0.000৬৭৬ x  D2 x L
M = 0.000৬৭৬ x  (৪৮৮)২ x ৯৫৮
  = 0.000৬৭৬ x ৪৮৮x ৪৮৮x ৯৫৮
  = ১৫৬৫০৫ কে জি
   = ১৫৬৫১ টন

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন